নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সড়কের বাজারের স্মার্ট টেইলার্সের মালিক ব্যবসায়ী মারুফ আহমদ (২২) কে হাত পা বাঁধা অবস্থায় পাশবিক নির্যাতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছেড়ে দেওয়ার ঘটনার মূলহুতা ফয়সল আহমদ ও তার সহযোগীদের সামাজিক সালিশে শাস্তি দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক ভাবে নিষ্পত্তি করার জন্য রবিবার সকাল সাড়ে ১১টায় কানাইঘাট দিঘীরপাড় ইউপি কমপ্লেক্সে সাতবাঁক পরগনার বিশিষ্ট মুরব্বীয়ানদের উপস্থিতিতে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গত ১১ ফেব্রুয়ারী রাতে দিঘীরপাড় ইউপির শাহপুর গ্রামের মৃত মাতাব উদ্দিনের পুত্র ফয়সল আহমদ ও তার বাড়ীতে ডেকে নিয়ে সাতবাঁক ইউপির সাতপাড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য জমির হোসেনের পুত্র সড়কের বাজারের স্মার্ট টেইলার্সের মালিক মারুফ আহমদকে তিন ঘন্টা বাড়ীর একটি কক্ষে আটক রেখে হাত পা বাঁধা অবস্থায় পাশবিক নির্যাতন করে সেই নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফয়সল গংরা ছেড়ে দেয়। এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হলে নির্যাতনকারী ফয়সল আহমদকে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করলে সে আদালত থেকে জামিনে বেরিয়ে আসলে এলাকায় উত্তেজনা বিরাজ করায় সাতবাঁক পরগনার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিষয়টি সালিশে নিষ্পত্তির জন্য উদ্যোগ গ্রহণ করেন। আজকের(রবিবার) সামাজিক সালিশ বৈঠকে ব্যবসায়ী মারুফ আহমদের উপর নির্যাতনকারী ফয়সল এবং তার সহযোগীরা দিঘীরপাড় ইউনিয়ন কমপ্লেক্সে উপস্থিত হয়ে নিজেদের অপরাধ স্বীকার করে প্রকাশ্যে এ ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে। ভবিষ্যতে তারা এ ধরনের কোন অপরাধ কর্মকান্ড করবে না বলে অঙ্গীকার করে। সালিশে ক্ষতি পূরণ বাবদ ৫০ হাজার টাকা ফয়সল গংদের পক্ষ থেকে নির্যাতিত ব্যবসায়ী মারুফ আহমদকে দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, সাতবাঁক পরগনার বিশিষ্ট মুরব্বী সাবেক ইউপি চেয়ারম্যান হাজী ইফজালুর রহমান, সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাতবাঁক ইউপি আ’লীগের সভাপতি হাজী মখদ্দুছ আলী, দিঘীরপাড় ইউপির বিশিষ্ট মুরব্বী মাসুক আহমদ, ইউপি সদস্য আব্দুন নুর, ছাব্বির আহমদ সহ এলাকার জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়