Sunday, March 5

কানাইঘাট দুর্গাপুর স্কুল এন্ড কলেজে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন


নিজাম উদ্দিন: সিলেট জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য আলহাজ্ব আলমাছ উদ্দিন দেড় লক্ষ টাকা ব্যয়ে ঐতিহ্যবাহী কানাইঘাট দুর্গাপুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শহীদ মিনারের ভিত্তি প্রস্থর করেছেন। রবিবার বিকেল ৩টায় শহীদ মিনারের ভিত্তি প্রস্থর উপলক্ষে স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূর্গাপুর স্কুল এন্ড কলেজ গর্ভনিং বডির সভাপতি বড়চতুল ইউপির সাবেক চেয়ারম্যান মুবশ্বির আলীর সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক মামুন রশিদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আ’লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের আহবায়ক সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, সাতবাঁক ইউপির প্রাক্তন চেয়ারম্যান ইফজালুুর রহমান, জেলা পরিষদের ১৫নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব আলমাছ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী আ’লীগ নেতা হাজী নুর উদ্দিন মাষ্টার। স্বাগত বক্তব্য রাখেন দুর্গাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুর মোহাম্মদ। বক্তব্য রাখেন, বড়চতুল ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম জামিল, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদ নিজাম উদ্দিন,মিলেনিয়াম টিভি ও চ্যানেল এস, এর কানাইঘাট প্রতিনিধি আলিম উদ্দিন আলিম, দুর্গাপুর স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সদস্য নুর আহমদ, রফিক উদ্দিন, রুবি বেগম, নাজমা বেগম প্রমূখ। জেলা পরিষদের ১৫নং ওয়ার্ড সদস্য আলমাছ উদ্দিন শহীদ মিনারের ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে তার বক্তব্য বলেন, শিক্ষার্থীদের কাছে বায়ান্নর মাতৃভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাঙ্গালী জাতির গর্ব ও অহংকারের প্রতীক শহীদ মিনার নির্মাণ করতে হবে। দুর্গাপুর স্কুল এন্ড কলেজ কানাইঘাটের একটি শ্রেষ্ট বিদ্যাপিঠ উল্লেখ করে এ প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর পর্যায়ক্রমে জেলা পরিষদের উদ্যোগে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন আলমাছ উদ্দিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়