কানাইঘাট নিউজ ডেস্ক:
বেড়াতে যাওয়ার শখ পুরোদমে। কিন্তু বাস বা ট্রেনে কোথাও যাওয়ার নাম শুনলেই দশ পা পিছিয়ে যান আপনি। ভয় হয় প্রতিবারের মতো যদি বমি করে ভাসিয়ে দেন! মাথাটা ঘোরে! এবার এসব ভয় ছেড়ে কিছু টোটকা আছে যা মেনে চললে থাকবেন একদম ফিট।
যা করবেন
বেড়াতে যাওয়ার আগের দিন ভাল করে রাতের ঘুমিয়ে নিন। বাড়ির লোকজন বা বন্ধুরা যতই বলুক পেট খালি রেখে গাড়িতে উঠতে মোটেও শুনবেন না। খালি পেটে ফল উলটো হয়। হালকা সেদ্ধ কিছু খাবার খান। তবে পেট পুরে আবার খেয়ে ফেলবেন না যেন। আর পেট পুরে পানি পান না করাই উত্তম।
বড় করে একটা শ্বাস নিয়ে নিন গাড়িতে বসে। অস্বস্তি হলেই এটা করুন। মুখে চুইংগাম বা ক্যান্ডি রাখতে পারেন। সেক্ষেত্রে মিন্ট ফ্লেভারটাই বেস্ট। লবঙ্গ রাখুন মুখে, বেশ উপকারি। এরকম পরিস্থিতিতে আদাও কিন্তু বেশ উপকারি। একটু বিটনুন মাখিয়ে এক কুচি আদা মুখে রাখুন। উপকার পাবেন। সঙ্গে রাখতে পারেন পাতিলেবু আর বিট লবন। এক টুকরো লেবুর মধ্যে বিটনুনটা মাখিয়ে রাখতে পারেন। মাথা ঘুরলে বা বমি বমি ভাব হলে একটু জিভে ঠেকিয়ে নেবেন। দেখবেন অনেকটা রিলিফ লাগবে। বিট লবনের বদলে সৈন্ধব লবনও চলতে পারে।
যদি কোনও কারণে আগের দিন থেকে মাথাটা হালকা ধরে থাকে তবে তা আর বাড়তে দেবেন না। প্রয়োজনে হালকা ওষুধ নিয়ে নিন। রাস্তা দীর্ঘ হলে মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে এতটু হাত-পা নেড়েচেড়ে নিন।
Saturday, March 18
এ সম্পর্কিত আরও খবর
ওজন কমানোসহ গোপন দুর্বলতায় কালোজিরাই যথেষ্ট কালোজিরা শুধুই ছোট ছোট কালো দানা নয়, এটি বহন করে বিস্ময়কর ক্ষমতা। প্রাচীনকাল থেকেই এটি বিভিন্
সিলেটে ‘এইচপিভি টিকাদান ক্যাম্পেইন’ উদ্বোধনকানাইঘাট নিউজ ডেস্ক:জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দ
কানাইঘাটে দেড় শতাধিক কিশোরকে বিনামূল্যে খৎনানিজস্ব প্রতিবেদক:সিলেটের কানাইঘাটে আল্লামা শফিকুল হক শায়খে আকুনী রহ. স্মৃতি পরিষদের উদ্যােগে ফ্রি স
বিশ্বজয়ী হাফেজ মুয়াজ দেশে ফিরেছেন, ছাদখোলা বাসে সংবর্ধনা তুরস্কে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশে ফিরেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। বিমানব
সর্বসাধারণের কাছে সমাদৃত এক বুজুর্গ আলেমইলিয়াস মশহুদ::আলেম-উলামার অঞ্চল নামে খ্যাত সিলেট জেলার কানাইঘাট উপজেলা একটি আলোকিত জনপদ। এ জনপদে জন
কানাইঘাটে ২ হাজার শীতার্তদের শীতবস্ত্র দিল ইমেজ ফাউন্ডেশন নিজস্ব প্রতিবেদক ::পৌষ মাসের কনকনে শীতের পর এখন শুরু হয়েছে মাঘ মাসের শীতের তীব্রতা। এমন তীব্র শীতে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়