Monday, March 6

'মানি না মানব না'র বাঁশি বাজাতেই থাকবে বিএনপি'

'মানি না মানব না'র বাঁশি বাজাতেই থাকবে বিএনপি'

কানাইঘাট নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে বড় দল হিসেবে তাদের রাজনৈতিক অস্তিত্ব বিপন্ন হবে। নির্বাচনের আগ পর্যন্ত মানি না মানব না এ বাঁশি বিএনপি বাজাবেই। এটা তাদের জন্মগত অভ্যাস।

সোমবার নওগাঁয় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় অংশ নেয়ার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এরপর দুপুর সাড়ে ১২টায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী।

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, নওগাঁ-৬ আসনের ইসরাফিল আলম এমপি ও নওগাঁ-১ আসনের সাধন চন্দ্র মজুমদার এমপি বক্তব্য রাখেন। এর আগে, প্রয়াত আব্দুল জলিলের কবর জিয়ারত করে বিশেষ মোনাজাতে অংশ নেন ওবায়দুল কাদের। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়