Monday, March 6

এশিয়ায় আইফোন ৬-এর নতুন সংস্করণ আনলো অ্যাপল

এশিয়ায় আইফোন ৬-এর নতুন সংস্করণ আনলো অ্যাপল
কানাইঘাট নিউজ ডেস্ক: টেক জায়ান্ট অ্যাপল এশিয়ার বাজারে আইফোন ৬ এর একটি নতুন সংস্করণ উন্মুক্ত করেছে। নতুন এই আইফোনের স্পেসিফিকেশন আইফোন ৬ সংস্করণের মতোই, তবে নতুন এ ফোনে রয়েছে ৩২ জিগাবাইট ইন্টারনাল মেমোরি।

অ্যাপল জানিয়েছে, নতুন আইফোনটি অ্যাপলের ওয়েবসাইট থেকে কেনা যাবে না। চীনে তৃতীয় পক্ষের বিক্রেতাদের মাধ্যমে এই ফোন ইতোমধ্যে বাজারে এসেছে। তবে তাইওয়ানে ফোনটি ১০ মার্চ থেকে পাওয়া যাবে।

২০১৪ সালে অ্যাপল আইফোন ৬ বাজারে উন্মুক্ত করে। সে সময় ১৬, ৬৪ এবং ১২৮ জিবি ইন্টারনাল মেমোরির সংস্করণে বাজারে ছাড়া হয়ে ফোনটি।

সোনালি রঙের এই ফোনে রয়েছে ৪.৭ ইঞ্চি ডিসপ্লে এবং অ্যাপল এ৮ ডুয়েল কোর ১.৪ গিগাহার্টজ প্রসেসর। সূত্র: জিএসএমএরেনা

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়