Monday, March 6

সরকারি সেবা মানুষের দৌরগোড়ায় পৌঁছে দিতে কানাইঘাটের ইউএনও মাঠে


নিজাম উদ্দিন: কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম মাঠ পর্যায়ে উপজেলার বিভিন্ন সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন পরিষদ পরিদর্শন অব্যাহত রেখে চষে বেড়াচ্ছেন। তাহসিনা বেগম কানাইঘাটে ইউএনও হিসাবে যোগদান করার পর থেকে বিশেষ করে ভূমি অফিসের সেবা প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া এবং ইউনিয়ন ভূমি অফিসগুলো দুর্নীতি মুক্ত ও ইউনিয়ন পরিষদের সেবার মান আরো বৃদ্ধি এবং উপজেলার সার্বিক শিক্ষার গুণগত মান উন্নয়নে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে এর সুফল জনসাধারণ পাচ্ছেন। প্রতিদিন অফিস চলাকালীন সময়ে নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম আকষ্মিক ভাবে সরকারি দফতর এবং বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা পরিদর্শন করে সার্বিক বিষয় তদারকি করে থাকেন। গত রবিবার তিনি ৪নং সাতবাঁক ইউপির ডিজিটাল সেন্টার, পৌরসভার বায়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সোমবার নির্বাহী কর্মকর্তা ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপির তফশীল অফিস, মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মানিকগঞ্জ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন তিনি। পরিদর্শনকালে নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য তিনি শিক্ষকদের নির্দেশ প্রদান করেন। ক্ষুদে শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর এবং প্রাক-প্রাথমিক শ্রেণিকে পরিষ্কার পরিচ্ছন্নের উপর গুরুত্বারূপ করেন। সেই সাথে শিক্ষার্থীদের স্কুলের আশপাশে অবস্থিত দোকান পাট থেকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন খাবার বিক্রয় বন্ধ ও স্বাস্থ্য সম্মত খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শিক্ষক ও অভিভাবকের দায়িত্ব পালনের আহবান জানান । এছাড়া ইউনিয়ন পরিষদ থেকে সরকারের সকল প্রদত্ত সেবা ডিজিটাল সেন্টার থেকে দ্রুত জনসাধারণকে দেওয়া এবং এক্ষেত্রে কোন ধরনের অনিয়ম, দুর্নীতি না হয় এজন্য জনপ্রতিনিধিদের আরো সক্রীয় হওয়ারও আহবান জানান। উপজেলা জুড়ে সরকারের খাস জমি উদ্ধার এবং ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা পেতে জমির মালিকরা যাতে করে হয়রানির শিকার না হন এজন্য ইউনিয়ন তফশীল অফিসের ভূমি কর্মকর্তারা দুর্নীতি অনিয়মের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার প্রদান করে নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম বলেন, কাউকে অন্যায় কাজ করতে দেওয়া হবে না। জনগণের কাছে সরকারের নাগরিক সেবা ও উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান পরিবর্তন করার জন্য তিনি সবাইকে নিয়ে কাজ করে যাবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়