Friday, March 24

কানাইঘাটে বিশ্ব যক্ষ্ম দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মমুক্ত দেশ হবে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব যক্ষ্ম দিবস উপলক্ষ্যে শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হীড বাংলাদেশের যৌথ উদ্যোগে উপজেলা সদরে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ সকলের অংশগ্রহণে এক র‌্যালী বের হয়। র‌্যালী পরবর্তী সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এই উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছের সভাপতিত্বে ও স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ল্যাব আব্দুুর রহমান দীপলুর পরিচালনায় বিশ্ব যক্ষ্ম দিবসের সচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন, হীড বাংলাদেশ কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপালনকারী প্রদীপ চন্দ্র, জনি চন্দ, সীমান্তীকের জেলা টিম লিডার মোঃ আব্দুল হামিদ, একাউন্ট অফিসার সিরাজ উদ্দিন, উপজেলা ফিল্ড সুপারভাইজার কামরুজ্জামান মাষ্টার সঞ্জয় চন্দ প্রমুখ। সভায় বক্তারা বলেন, যক্ষ্ম মুক্ত দেশ গড়তে হলে সবাইকে আরো সচেতন হতে হবে। যক্ষা রোগের প্রাদুর্ভাবে আক্রান্তদের সঠিক ভাবে চিকিৎসা প্রদান করতে হবে। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মূল্যে যক্ষ্ম রোগীর চিকিৎসা করা হয়। নিয়মিত ভাবে ঔষধ সেবন করলে যক্ষ্ম রোগ থেকে মুক্তি পাওয়া যায়, এই বিষয়টি সবাইকে জানাতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়