Monday, February 20

সিলেটের দুই আলেমের কবর জিয়ারত করলেন ভারতীয় এমপি


কানাইঘাট নিউজ ডেস্ক: নিখিল ভারত জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় সদস্য ও আসাম প্রাদেশিক শাখার সভাপতি, দারুল উলূম দেওবন্দের মজলিসে শুরার সদস্য ও ভারতের লোকসভার এমপি মাওলানা বদর উদ্দীন আজমল কাসিমী সংক্ষিপ্ত সফরে সিলেট এসেছেন। সফরকালে সিলেটের প্রখ্যাত দুই বুযুর্গ শায়খুল মাশায়েখ আল্লামা আব্দুল করিম শায়খে কৌড়িয়া ও মাওলানা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী (র) এর কবর জিয়ারত করেছেন তিনি। সোমবার সকালে বিশিষ্ট আলেমদ্বয়ের কবর জিয়ারতকালে জামিয়া মাদানিয়া বিশ্বনাথ মাদরাসা দফতরে কিছু সময় অতিবাহিত করে মন্তব্য বইতে স্বাক্ষর করেন মাওলানা বদর উদ্দীন। এসময় জামিয়ার ছাত্র-শিক্ষকগণের পক্ষ থেকে মাওলানা বদর উদ্দীন আজমালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জামিয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, মাদানিয়া ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের সেক্রেটারি আলহাজ্ব হাফিজ হোসাইন আহমদ, মাসিক আল ফারুকের সম্পাদকমন্ডলীর সভাপতি মাওলানা রশীদ আহমদ, জামিয়ার শিক্ষাসচিব মুফতি ইজাদুর রহমান, মুহাদ্দিস মুফতি খন্দকার হারুনুর রশীদ, জামেয়া দারুল হুদা সিলেটের মুহতামিম মুফতি মুজিবুর রহমান কাসেমী, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রেজাউল করিম জালালী, মাসিক আল ফারুকের সহযোগী সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা ইসমত উল্লাহ সিদ্দিকী, মাওলানা হাসান আহমদ, মাওলানা বেলাল আহমদ প্রমুখ। মাওলানা বদরউদ্দীন আজমল শায়খুল ইসলাম সায়্যিদ হোসাইন আহমদ মাদানী (র) ও তাঁর শাগরিদগনের ত্যাগের কথা উল্লেখ করে বলেন, হযরত আব্দুল করিম শায়খে কৌড়িয়া ও মাওলানা আশরাফ আলী (র) জমিয়তের র্কণধার ছিলেন। তাদের ত্যাগ-তিতীক্ষা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়