Sunday, February 19

কানাইঘাট থেকে বিপুল পরিমাণ পাতার বিড়ি আটক


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার ডোবা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি (নাসির বিড়ি) আটক করেছে ৪১, বর্ডারগার্ড ব্যটালিয়ান। শনিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সোনরখেওর মাঠে পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বিড়ি ফেলে পালিয়ে যায় বলে চোরাকারবারীদের ধারনা। উদ্ধারকৃত বিড়িগুলোর সিজারমূল্য লক্ষাধিক টাকা। অভিযানের নেতৃত্বে ছিলেন, ডোনা বিওপির হাবিলদার মোস্তাফিজুর রহমান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়