Saturday, February 25

যারা জিতলেন ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার

যারা জিতলেন ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার
কানাইঘাট নিউজ ডেস্ক: ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো শুক্রবার ১৩টি ক্যাটাগরিতে বর্ষসেরা পুরস্কার ঘোষণা করেছে। বর্ষসেরা পুরস্কারের জন্য ঘোষিত নামের প্রাথমিক তালিকায় নাম ছিলো ছয় বাংলাদেশী ক্রিকেটারের। দলের ৬ জন ক্রিকেটার সংক্ষিপ্ত তালিকায় স্থান পেলেও মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান তাদের তালিকা থেকে পুরস্কার জিতেছেন।

বাংলাদেশ ক্রিকেট দলের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি বোলার এবং টাইগার তরুণ তুর্কি মেহেদী হাসান মিরাজ জিতেছেন বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড়ের পুরস্কার।

শুক্রবার ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর ঘোষিত তালিকায় যারা পুরস্কার জিতেছেন তাদের তালিকা তুলে ধরা হল :

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কারের তালিকা :
১. বর্ষসেরা অধিনায়ক : বিরাট কোহলি
২. বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যান : ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস
৩. বর্ষসেরা টেস্ট বোলার : ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড,
৪. বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান : দক্ষিণ আফ্রিকার ওপেনার ব্যাটসম্যান কুইন্টন ডি কক,
৫. বর্ষসেরা ওয়ানডে বোলার : ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিন,
৬. বর্ষসেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান : ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্লোস বার্থওয়েট,
৭. বর্ষসেরা টি-টোয়েন্টি বোলার : বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান,
৮. বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার : বাংলাদেশের তরুণ তুর্কি মেহেদী হাসান মিরাজ,
৯. বর্ষসেরা  অ্যাসোসিয়েট ব্যাটসম্যান : আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ,
১০. বর্ষসেরা অ্যাসোসিয়েট বোলার : আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী,
১১. বর্ষসেরা নারী ব্যাটসম্যান : ওয়েস্ট ইন্ডিজের হ্যালি ম্যাথিউস,
১২. বর্ষসেরা নারী বোলার : নিউজিল্যান্ডের লেই কেসপেরেক এবং
১৩. বর্ষসেরা স্ট্যাটসগুরু অ্যাওয়ার্ড : ভারতের অধিনায়ক বিরাট কোহলি । 
সূত্র:  বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়