Wednesday, February 22

মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন দুই মন্ত্রীর বৈঠক কাল

মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন দুই মন্ত্রীর বৈঠক কাল

কানাইঘাট নিউজ ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও স্বরাষ্ট্রমন্ত্রী জন কেলি কাল বৃহস্পতিবার মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটোর সঙ্গে বৈঠক করবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা ও অভিবাসন নীতি নিয়ে কূটনৈতিক উত্তেজনা হ্রাস এ বৈঠকের মূল উদ্দেশ্য।

ট্রাম্প লাতিন আমেরিকা থেকে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে সীমান্তে দেয়াল নির্মাণ এবং বাণিজ্যিক সম্পর্ক সংশোধনের ঘোষণা দেয়ায় মেক্সিকো ক্ষুব্ধ হয়েছিল। নির্বাচনী প্রচারণাকালেও ট্রাম্প মেক্সিকো থেকে আসা অভিবাসীদের ধর্ষক ও অপরাধী হিসেবে উল্লেখ করেছিলেন।

ট্রাম্প গত মাসে বলেছিলেন, সীমান্তে দেয়াল নির্মাণের খরচ মেক্সিকোকে দিতে হবে। এরপর মেক্সিকোর প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে তার সফর বাতিল করেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দুই মন্ত্রী সীমান্তে নিরাপত্তা, আইন প্রয়োগে সহযোগিতা, ব্যবসা বাণিজ্যসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন।

মেক্সিকো বলেছে, দুই দেশের মধ্যে একটি সম্মানজনক, ঘনিষ্ঠ ও গঠনমূলক সম্পর্কই তাদের লক্ষ্য। টিলারসন ও কেলি মেক্সিকোর স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা ও নৌ মন্ত্রীদেরও সঙ্গেও বৈঠক করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়