Wednesday, February 22

তাইওয়ানে ট্রেনে বোমা হামলাকারীর ৩০ বছরের জেল

তাইওয়ানে ট্রেনে বোমা হামলাকারীর ৩০ বছরের জেল

কানাইঘাট নিউজ ডেস্ক: তাইপের একটি ট্রেনে পাইপ বোমা বিস্ফোরণের দায়ে বুধবার তাইওয়ানের এক ব্যক্তিকে ৩০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গত বছর দিনের ব্যস্ততম সময়ে ওই বোমা হামলায় বেশ কয়েকজন আহত হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তাইপে’র জেলা আদালত মামলার বিবরণীতে জানায়, ২০১৬ সালের জুলাই মাসে ওই বিস্ফোরণের ঘটনায় লিন ইং-চ্যাং (৫৬) হত্যা প্রচেষ্টা ও কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বিস্ফোরক তৈরি করেছেন বলে দোষী সাব্যস্ত হয়েছেন।

ট্রেনটি একটি স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বোমাটি বিস্ফোরিত হলে ২৪ জন আহত হয়। বিস্ফোরণে লিন নিজেও আহত হন।

লিন এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। তিনি আদালতকে জানান, স্বাস্থ্য পরীক্ষায় ক্যান্সার ধরা পরার পর তিনি কোন কাজ পাচ্ছিলেন না। একপর্যায়ে তিনি গাড়িতেই থাকতে শুরু করেন। এ সময় তার পরিবারের সঙ্গেও তার কোন যোগাযোগ ছিল না।

তিনি মনে করেন, সমাজই তার এই অবস্থার জন্য দায়ী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়