নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আন্তঃইউনিয়ন ফুটবল লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আগামী শুক্রবার বিকেল ২টায় উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি উপস্থিত থাকবেন। প্রতিমন্ত্রীর এ সরকারী সফর উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে ব্যাপক প্রস্তুতি চলছে। মঙ্গলবার উপজেলা স্টেডিয়াম পরিদর্শন করে মঞ্চ নির্মাণের সার্বিক তদারকি করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নিবার্হী কর্মকর্তা তাহসিনা বেগম, উপজেলা আ’লীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, ক্রীড়া সংস্থার সিনিয়র সভাপতি কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মস্তাক আহমদ পলাশ, খেলা শৃঙ্খলা কমিটির সভাপতি জামাল উদ্দিন, ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন, ইকবাল হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসীম উদ্দিন, ছাত্রনেতা আসাদ উদ্দিন সহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। পরে সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপির সরকারী সফরকে সফল করার জন্য এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘীরে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হয়।
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়