Tuesday, February 21

কানাইঘাটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন


নিজস্ব প্রতিবেদক: 
কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদ্যাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটের সময় কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে শাহাদত বরণকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। দিবসের সূচনা লগ্নে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার নাজমুল হকের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা পরিষদের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম ও প্রশাসনিক কর্মকর্তা, কানাইঘাট থানা পুলিশের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ ও ওসি (তদন্ত) কামাল আহমদ, উপজেলা ও পৌর আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে উপজেলা আ’লীগের আহ্বায়ক লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের নেতৃত্বে প্রেসক্লাব সভাপতি এম.এ হান্নান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য আব্দুন নুর ও কর্মরত সাংবাদিকদের মধ্যে সাংবাদিক জামাল উদ্দিন, আমিনুল ইসলাম, শাহীন আহমদ, আলা উদ্দিন আলাই, সুজন চন্দ অনুপ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ, সাব-রেজিষ্ট্রার অফিসের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন। মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনভর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়