Monday, February 27

কানাইঘাট সুরইঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার সুরইঘাট বাজারের ৪টি দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেল ৩টায় তাদের জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্য্য। অভিযান পরিচালনার সময় তার সাথে ছিলেন উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ,কানাইঘাট থানার এস,আই রবিউল ইসলাম সহ একদল পুলিশ। জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি,তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন দোকানে টানানো, মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি'র জন্য রোমান ষ্টোর,লতিফ ভেরাইটিজ ষ্টোর,নাহিদ ভেরাইটিজ ষ্টোর ও ফাতেমা রেষ্টুরেন্টকে ভোক্তা অধিকার আইনে পর্যায়ক্রমে ১৩ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেন আদালত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়