Tuesday, February 28

ধনী খেলোয়াড়ের তালিকায় শীর্ষে রোনালদো, দ্বিতীয় মেসি

ধনী খেলোয়াড়ের তালিকায় শীর্ষে রোনালদো, দ্বিতীয় মেসি

কানাইঘাট নিউজ ডেস্ক: ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়ের তালিকায় এক নম্বরে নাম লেখালেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং দুই নম্বরে আর্জেন্টিনার লিওনেল মেসি।

২০১৬ সালে রোনালদো মৌসুমটি দারুণ কাটিয়েছেন। দেশ ও ক্লাবের হয়ে অসাধরাণ পারফরম্যান্স করেছেন তিনি। তারই ফলস্বরূপ উঠে এলেন এই তালিকার শীর্ষে।

গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরার দুটি পুরস্কারই নিজের দখলে নিয়েছেন রোনালদো। যার প্রভাবে অর্থনৈতিকভাবেও চাঙ্গা হয়ে গিয়েছেন তিনি।

গত বছর ৭০.৬ মিলিয়ন পাউন্ড আয় করে উঠে এসেছেন শীর্ষে। বেতন ও স্পন্সর থেকে এই আয় এসেছে সিআর সেভেনের। রোনালদোর পরে দ্বিতীয় স্থানে রয়েছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী কাতালান ক্লাব বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার গত বছর আয় হয়েছে ৬৫ মিলিয়ন পাউন্ড।

তৃতীয় স্থান অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় লিব্রন জেমস (৬১.৯ মিলিয়ন পাউন্ড)। ৫৪.৪ মিলিয়ন পাউন্ড নিয়ে চতুর্থ টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। আর পাঁচে আছেন ৪৫.১ পাউন্ড নিয়ে আরেক যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডোরান্ট।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়