Tuesday, February 7

লালখালে চোরাবালিতে আটকে ২ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

লালখালে চোরাবালিতে আটকে ২ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালখালে চোরাবালিতে আটকা দুই মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় পাঁচ বন্ধু মিলে নৌকাযোগে জিরো পয়েন্ট এলাকায় ঘুরতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তারা।

তাদের বন্ধুরা জানান, লালখাল মিস্ত্রীঘাট নামক স্থানে পানিতে নেমে গোসল করতে গেলে দুই বন্ধু চোরাবালিতে ডুবে যান। পরে অন্যদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপে­ক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারা জানান, তারা সবাই কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের ৫ম বর্ষের ছাত্র।

নিহত শিক্ষার্থীরা হলেন— ঢাকার বাসিন্ধা হুমায়ুন রেজার ছেলে হাসান মোহাম্মদ সাঈদ (২৫), অপরজন চাপাইনবাবগঞ্জের মো. ইব্রাহীম হোসেনের ছেলে ইসহাক ইব্রাহীম (২৫)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ দুটি জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে আছে।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল মাহমুদ এবং জৈন্তাপুর মডেল থানার ওসি জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লে­ক্স পরিদর্শন করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়