Saturday, February 25

কানাইঘাটে তিন কম্পিউটার ব্যবসায়ীকে জরিমানা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমন আচার্য্য তিন কম্পিউটার ডাউনলোড ব্যবসায়ীকে অশ্লীল ভিডিও পাওয়ার অপরাধে জরিমানা করেছেন। শনিবার কানাইঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অশ্লীল ভিডিও বাজারজাত করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ ধারায় নাসির কম্পিউন্টার এন্ড ডিজিটাল ফটোস্টুডিও, ইমরান কম্পিউটার এন্ড ডিজিটাল স্টুডিও, দিগন্ত কম্পিউটার ও ডিজিটাল গ্রাফিক্স পয়েন্ট নামে ৩টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করেন। পাবলিক প্লেসে ধুমপান করায় আলমাছ উদ্দিন নামের এক ব্যক্তিকে ৩০০/- টাকা জরিমানাও করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমন আচার্য। ভবিষ্যতে কম্পিউটার ডাউনলোডের মাধ্যমে অশ্লীল ভিডিও কেউ বাজারজাত করলে তাদের বিরুদ্ধে পর্ণোগ্রাফী আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়