Monday, February 20

মসুল দখলের লড়াইয়ে ড্রোন ব্যবহার করছে আইএস!

মসুল দখলের লড়াইয়ে ড্রোন ব্যবহার করছে আইএস!
কানাইঘাট নিউজ ডেস্ক: মসুল নিয়ন্ত্রণে নেয়ার লড়াইয়ে ভারি কামান এবং হেলিকপ্টার গানশিপ ব্যবহার করছে যৌথ বাহিনী। তবে এর জবাবে ইসলামিক স্টেট ব্যবহার করছে গাড়ি বোমা এবং ড্রোন থেকে ফেলা বিস্ফোর। ইসলামিক স্টেটের হাত থেকে মসুল  পুনর্দখলের লড়াইতে বড় ধরনের সাফল্য দাবি করেছে ইরাক।

রোববার ভোর হওয়ার কিছুক্ষণ পরেই এই অভিযান শুরু হয়। তারপরই ইরাকি বাহিনী খুব দ্রুত পশ্চিম মসুলের দক্ষিণাঞ্চলে কয়েকটি গ্রাম দখল করার উদ্দেশ্যে অগ্রসর হয়।

এই অভিযানে প্রাথমিকভাবে নেতৃত্ব দেয় কেন্দ্রীয় পুলিশ বাহিনী। কয়েকশ সাঁজোয়া গাড়ি নিয়ে তারা ওই গ্রামগুলোর দিকে অগ্রসর হতে থাকে। আকাশ থেকে এই অভিযানে তাদেরকে সহযোগিতা করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর হেলিকপ্টার গানশিপ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়