Tuesday, February 28

কঙ্গনার সাথে কোনো সমস্যা নেই: শাহরুখ

কঙ্গনার সাথে কোনো সমস্যা নেই: শাহরুখ

বিনোদন ডেস্ক: কদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, কঙ্গনা রানাউত এবং শাহরুখ খানের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে। শাহরুখ নাকি কঙ্গনার সঙ্গে ছবি করতে নারাজ। তবে তা অস্বীকার করলেন বলিউড বাদশাহ। তিনি তার ভক্তদেরকে গুজবে কান না দেয়ার পরামর্শ দিয়েছেন।

খবরে শোনা যাচ্ছিল, সঞ্জয় লীলা বানসালি শাহরুখকে তার নতুন ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দেন। কিন্তু নায়িকার চরিত্রে কঙ্গনা থাকবেন জেনে তা প্রত্যাখ্যান করেন শাহরুখ।

‘রেঙ্গুন’ অভিনেত্রী কফি উইথ করণ শোতে বলেছেন, তিনি ‘খান’ অভিনেতাদের সঙ্গে ছবি করতে চান না, কারণ তিনি চান তার চরিত্র পুরুষ শিল্পীদের সমান সমান হোক। একারণেই নাকি শাহরুখের এই সিদ্ধান্ত।

কিন্তু এ নিয়ে প্রশ্ন করলে শাহরুখ জবাব দেন, ‘কে এ কথা বলেছে! যা পড়বেন, সবটা বিশ্বাস করবেন না।‘

শাহরুখ জানিয়েছেন, বানসালি তাকে দুটি চিত্রনাটি পাঠিয়েছেন। কিন্তু কোনওটিতেই এখনও চূড়ান্ত করেন নি তিনি।

এই মুহূর্তে কঙ্গনা তার ‘রেঙ্গুন’ ছবির সাফল্য উপভোগ করছেন। অপরদিকে শাহরুখ ইমতিয়াজ আলির ‘দ্য রিং’ নিয়ে ব্যস্ত। এই ছবিতে তার বিপরীতে রয়েছেন আনুশকা শর্মা। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়