Tuesday, February 28

বাম দলগুলোর চলছে নিরুত্তাপ হরতাল

বাম দলগুলোর চলছে নিরুত্তাপ হরতাল

কানাইঘাট নিউজ ডেস্ক: গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার অর্ধদিবস হরতাল মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। তবে ধানমন্ডি, কলাবাগান, লালবাগ ও আজিমপুরসহ বিভিন্ন এলাকায় নিত্যদিনের মতোই চলছে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও রিকশা।

শাহবাগ মোড়ে প্রগতিশীল ছাত্র ফোরামের ব্যানারে স্বল্প সংখ্যক শিক্ষার্থীকে ব্যানার হাতে হরতালের পক্ষে স্লোগান দিতে দেখা যায়। পেট্রল পাম্পগুলোর অধিকাংশই ছিল বন্ধ। স্কুলগুলোতে ছাত্রছাত্রীর উপস্থিতি তুলনামূলক কম।

এসএসসি পরীক্ষার্থী ও পরীক্ষার সব কাজ এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা, হাসপাতাল-অ্যাম্বুলেন্স, সংবাদপত্র-প্রচারমাধ্যম, জরুরি গ্যাস ও বিদ্যুতের কাজ হরতালের আওতার বাইরে রাখা হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বাম মোর্চা ও গণসংহতি আন্দোলন এই হরতালের ডাক দিয়েছে। দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলবে।
সূত্র: বিডিলাইভ ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়