আব্দুন নূর:
কানাইঘাট উপজেলা বিদায়ী নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার স্থলে প্রথম নারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করবেন তাহসিনা বেগম। বিদায়ী নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ইউএনও হিসেবে বৃহস্পতিবার যোগদান করবেন বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার অবদান কোন দিন ভুলবে না কানাইঘাটের মানুষ। বিভিন্ন প্রতিষ্টানের নেতৃবৃন্দ ও এলাকার সচেতন মহল সাংবাদিকদের জানান তারেক মোহাম্মদ জাকারিয়া একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশ ও জাতির কল্যাণে বিশেষ করে কানাইঘাটে যে অবদান রেখেছেন তা কানাইঘাটের মানুষ আজীবন স্বরণ রাখবে। কারণ তারেক মোহাম্মদ জাকারিয়ার বদলীর সংবাদ শুনে কানাইঘাটের সর্বস্থরের মানুষ বিভিন্ন ভাবে যে সংবর্ধনা দিয়ে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ করছে তা কানাইঘাটে অতীতে কোন কর্মকর্তাকে এরকম সংবর্ধনা প্রদান করা হয়নি। কানাইঘাটের মাটি ও মানুষের সাথে সততার সাথে কাজ করে গেছেন। প্রতিটি দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে। কারণ উপজেলার দুর্গম পাহাড়ী এলাকার শিশুদের লেখা পড়ার জন্য সম্পুর্ণ নিজ উদ্যোগে এবং এলাকার দানশীল মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলে রাতাছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ এবং পরবর্তী নতুন ভবন নির্মাণ করেন । তার ডাকে সাড়া দিয়ে সমাজের ভিত্তবানরা এগিয়ে আসায় তিনি কানাইঘাট পাবলিক স্কুল ও কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের মাটে মাটি ভরাট,কারিগরি শিক্ষাকে জনপ্রিয় করার জন্য বৃত্তি প্রদানের নিমিত্তে কানাইঘাট মাধ্যমিক সমিতিকে ১০ লক্ষ টাকা এখত্তিয়ার করে দেওয়া, উপজেলা ভুমি অফিসের রের্কড রুম নির্মাণ, কানাইঘাট কেন্দ্রীয় উপজেলা জামে মসজিদের দ্বিতল ভবন সম্প্রসারণ,কানাইঘাট দারুল উলুম মাদ্রাসায় কার্পেট ও কম্পিউটার প্রদান,কানাইঘাট কমিউনিটি ক্লাবে নতুন ভবন নির্মাণে আর্থিক সহযোগীতা,কানাইঘাট অফিসার্স ক্লাবের বিনোদনের জন্য খেলার মাট পাকা করন,ঝিংঙ্গাবাড়ী ইউনিয়নে ভুমি অফিসের জন্য জমির দলিল গ্রহণ, কানাইঘাট থানায় একটি গাড়ি প্রদানসহ উপজেলার প্রত্যেক প্রান্তে যে কাজ হয়েছে প্রতিটি কাজে তারেক মোহাম্মদ জাকারিয়ার আন্তরিক সহযোগীতা ও অবদান ছিল অপরিসীম। ২০১৪ সালে বৃক্ষরোপনে তিনি দুর্দান্ত অবদান রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সফল নির্ববাহী কর্মকর্তা হিসেবে জাতীয় পুরুষ্কার পেয়েছেন। বুধবার শেষ বারের মতো শতশত মানুষ উন্নয়ন মেলায় তারেক মোহাম্মদ জাকারিয়ার সাথে দেখা করেন। এ সময় তিনি নিজে কাদঁলেন এবং উপস্থিত সবাইকে কাদাঁলেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়