Thursday, January 5

কানাইঘাট আন্তঃইউনিয়ন ফুটবল লীগ ! ঝিঙ্গাবাড়ী ও সদর ইউপির খেলা ড্র


নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও আবাহনী লিমিটেড সিলেট এর সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ক্রীড়ানুরাগী আব্দুল কাহির চৌধুরী বলেছেন,খেলাধূলাকে দলমতের উর্ধ্বে রাখতে হবে। খেলাধূলার মাধ্যমে সুস্থ দেহ মন এবং সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এজন্য গ্রাম পর্যায়ে ফুটবল সহ অন্যান্য খেলা ধূলা আয়োজনের জন্য তিনি দলমতের উর্ধ্বে উঠে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। কানাইঘাট ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত আন্তঃইউনিয়ন ফুটবললীগের আয়োজন করায় তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আব্দুল কাহির চৌধুরী বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা স্টেডিয়ামে কানাইঘাট ক্রীড়া সংস্থার উদ্যোগে আন্তঃইউনিয়ন ফুটবল লীগের ১১তম ম্যাচের খেলায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ১১ দিনের আন্তঃইউনিয়ন ফুটবল লীগের খেলা ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপি ফুটবল দল ও কানাইঘাট সদর ইউপি ফুটবল দলের ম্যাচটি গোল শূন্য ভাবে ড্র হয়। উভয় দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়। মাঠে বসে খেলা উপভোগ করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, কানাইঘাট মোহামেডান স্পোর্টিং ক্লাবের
সভাপতি হাজী সফর আলী,পৌর কাউন্সিলার শরিফুল হক, ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম হারুন, সদস্য এনামুল হক, সাংবাদিক নিজাম উদ্দিন,কানাইঘাট নিউজের সম্পাদক মাহবুবুর রশিদ,ইকবাল হোসেন, জসীম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আজমল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়