Saturday, January 28

কানাইঘাট আন্তঃইউপি ফুটবল লীগের ফাইনালে ঝিংঙ্গাবাড়ী ইউপি ফুটবল দল


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আন্ত:ইউনিয়ন ফুটবল লীগের সেমিফাইনাল এর শেষ ম্যাচ খেলে ফাইনালে উঠেছে ৮নং ঝিংঙ্গাবাড়ী ইউপি ফুটবল দল। শনিবার বিকেল সাড়ে ৩টায় কানাইঘাট স্টেডিয়ামে হাজারো দর্শকদের উপস্থিতিতে ঝিংঙ্গাবাড়ির মোকাবেলা করে ২নং লক্ষীপ্রসাদ ইউপি ফুটবল দল। শুরু থেকেই ফাইনালের টিকেট নিশ্চিত করতে উভয় দলের খেলোয়াড়রা গোল করতে মরিয়া হয়ে উঠে। প্রথমার্ধের পুরোটি সময়ে আক্রমণ পাল্টা আক্রমনের মধ্য দিয়ে গোল শুন্য সময় অতিবাহিত হয়। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের সময় ডি বক্সের মধ্যে লক্ষীপ্রসাদ ইউপি ফুটবল দলের একজন খেলোয়াড় হেন্ডবল করলে খেলার রেফারি আনোয়ার হোসেন সাজু প্লোন্টি শর্টের নির্দেশ দিলে মাঠে বেকে বসে ২নং লক্ষীপ্রসাদ ফুটবল দলের খেলোয়াড়রা। পরে ম্যাচ রেফারি খেলার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর ঝিংঙ্গাবাড়ি ইউপি ফুট বল দলকে খেলার নিয়ম অনুযায়ী ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ বিজয়ী ঘোষণা করেন। এ ব্যাপারে কোন অভিযোগ থাকলে লক্ষীপ্রসাদ ইউপি ফুটবল দলকে লিখিত আবেদন করার অনুরোধ জানানো হয়। মঞ্চে বসে খেলা উপভোগ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্রীড়া সংস্থার উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, খেলা শৃঙ্খলা কমিটির সভাপতি ও পৌর আলীগের আহবায়ক জামাল উদ্দিন, ৮নং ইউপির চেয়ারম্যান আব্বাস উদ্দিন, ২নং ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, আমন্ত্রিত অতিথি লোভাছড়া পাথর ব্যবসায়ী সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক ফখরুল ইসলামসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়