Saturday, January 28

কানাইঘাট শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার উদ্যেগে বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় দুর্গাপুর স্কুল এন্ড কলেজ মাঠে এ সভা অনুষ্টিত হয়। কানাইঘাট শিক্ষক সমিতির সভাপতি বীরদল এন এম একাডেমীর প্রধান শিক্ষক জার উল্লাহ'র সভাপতিত্বে এবং সমিতির সচিব মাষ্টার ফজলুর রহমানের পরিচালনায় উক্ত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার গিয়াছ উদ্দিন,সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও ৪ নং সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম,দূর্গাপুর স্কুল এন্ড কলেজের উপদেষ্টা পরিষদের সভাপতি মাষ্টার নুর উদ্দিন ,দুর্গাপুর স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি সাবেক বড় চতুল ইউপির চেয়ারম্যান মুবশ্বির আলী চাচাই,প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাষ্টার মুজম্মিল আলী, মামুন আহমদ, নুর উদ্দিন, আহমদ সবুর, এখলাছে এলাহী, নুর মোহাম্মদ,সাজিদ মিয়া, ইয়াহইয়া প্রমুখ। অনুষ্টানের শুরুতেই শিক্ষক সমিতির
নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে কানাইঘাট শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথির কাছ থেকে অবসর প্রাপ্ত শিক্ষকরা সম্মাননা স্বরুপ পুরুষ্কার গ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষকরা মানুষ গড়ার কারিগর,একটি জাতিকে সুশিক্ষিত করতে হলে আদর্শবান শিক্ষকের বিকল্প নেই। তাই তিনি সকল শিক্ষকে তার আদর্শের ভিত্তির উপর থাকার আহবান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়