Sunday, December 25

'নিখোঁজ রুশ বিমানটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত'

'নিখোঁজ রুশ বিমানটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত'

কানাইঘাট নিউজ ডেস্ক: ৯১ জন আরোহী নিয়ে উড্ডয়নের পরপরই রেডার থেকে উধাও হয়ে যাওয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উড়োজাহাজটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ‌্যমগুলো।

ইন্টারফ‌্যাক্সের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, কৃষ্ণসাগরের অবকাশযাপন কেন্দ্র সোচি থেকে স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে উড্ডয়নের মিনিট বিশেক পর উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, উপকূল থেকে ছয় কিলোমিটার দূরে টুপোলেভ-১৫৪ উড়োজাহাজটির ধ্বংসাবশেষ দেখতে পেয়েছেন উদ্ধারকর্মীরা। “বিমানের সম্ভাব‌্য টুকরো, আন্ডারক‌্যারেজ এবং তেলের দাগ দেখা গেছে ওই এলাকায়।”

৮৩ জন যাত্রী ও আটজন ক্রু নিয়ে উড়োজাহাজটি সিরিয়ার লাটাকিয়ায় যাচ্ছিল বলে রুশ সংবাদমাধ‌্যমের খবর। তাস জানিয়েছে, আরোহীদের মধ‌্যে সামরিক বাহিনীর সদস‌্যদের পাশাপাশি সেনা বাহিনীর একটি বাদক দল ও সাংবাদিকরা ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়