Friday, December 2

‘গেইল খেললে সব সময় বাড়তি সুবিধা পাবেন’

‘গেইল খেললে সব সময় বাড়তি সুবিধা পাবেন’
কানাইঘাট নিউজ ডেস্ক: প্রথেম টানা চার ম্যাচ হারের পর টানা পাঁচ ম্যাচ জয়ে বিপিএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে চিটাগং ভাইকিংস। এর মাঝে টি-টোয়েন্টির সেরা মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল দলে যোগ দিয়ে খেলে ফেলেছেন দুটি ম্যাচ। গেইলের উপস্থিতিই দলে বাড়তি পাওনা বলে মন্তব্য করেন চট্টগ্রামের ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমি।

প্রথম ম্যাচে ২৬ বলে ৪০ রান করার পর দ্বিতীয় ম্যাচে বেশি সুবিধা করতে পারেন নি গেইল। খুলনার বিপক্ষে করেছেন ১১ বলে ১৯ রান।

জহুরুল ইসলাম বলেন, ‘গেইল যদি রান নাও করেন বাকি খেলোয়াড়রা তাতেও একটু রিলাক্সড থাকে। তার মতো ক্রিকেটারের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা, তার সাথে খেলা অনেক বেশি কিছু। সে যখন ব্যাটিংয়ে নামে এটা অন্য খেলোয়াড়কে অনুপ্রেরণা দেয়। তার মতো খেলোয়াড় খেললে সব সময় বাড়তি সুবিধা পাবেনই।’

এদিকে এবারের আসরে ছোট ছোট স্কোর করে দলীয় অবদান রাখলেও এখনো বড় ইনিংস খেলতে পারেন নি জহুরুল ইসলাম। ৯ ম্যাচে সর্বোচ্চ স্কোর ৩৬। তবে নিজের পারফরমেন্সের থেকে দলের জয়ে ছোট অবদানকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই ক্রিকেটার। জহুরুল বলেন, “আসলে আমাদের দলে টপঅর্ডার ব্যাটসম্যান অনেক বেশি। আমি নিজেও একজন টপঅর্ডার ব্যাটসম্যান। হয়তো বিপিএলে আমি যে দলে আছি আমার পজিশনে খেলে এমন পাঁচ-ছয়জন ব্যাটসম্যান আছে। আমাকে একটু নিচে খেলতে হয়। তবে সব মিলিয়ে টিম ভালো করলে নিজের পারফরমেন্সটা খুব একটা ভূমিকা রাখে না। আশা করবো দল জিতবে। নিজের পারফরমেন্সটা দলের যখন যেমন দরকার হয় সেটুকু করতে পারলে খুশি হবো।”

উল্লেখ্য, আজ পয়েন্ট টেবিলের শীর্ষ দল ঢাকার বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়