Wednesday, December 28

কানাইঘাট ক্রীড়া সংস্থার উদ্যোগে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা প্রদান


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি তারেক মোহাম্মদ জাকারিয়াকে ক্রীড়া সংস্থার উদ্যোগে বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলা সম্মেলন কক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক আব্দুল হেকিম শামীমের পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্রীড়া সংস্থার উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত বিদায়ী নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া,ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কানাইঘাট সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ,পৌর আ’লীগের আহবায়ক মোঃ জামাল উদ্দিন,উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আজমল হোসেন। বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ
নাজমুল ইসলাম হারুন,সদস্য এনামুল হক,সাংবাদিক নিজাম উদ্দিন,যুবলীগ নেতা মীর আব্দুল্লাহ,উপজলো শ্রমীকলীগের সভাপতি জসিম উদ্দিন,ইকবাল হোসেন,প্রবাসী জসিম উদ্দিন,ছাত্র নেতা আসাদ উদ্দিন। উপস্থিত ছিলেন কানাইঘাট নিউজ ডট কমের সম্পাদক মাহবুবুর রশিদ, পৌর কাউন্সিলর মাওঃ ফখরুউদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী মানিক উদ্দিন,উপজেলা ফুটবল দলের কোচ আনোয়ার হোসেন সাজু,ছাত্র নেতা মামুন রশিদ রাজু,রোটারিয়ান ইকবাল হোসেন, ধারাভাষ্যকার সাংবাদিক আমিনুল ইসলাম,আনোয়ার হোসেন প্রমূখ। সংবর্ধিত অতিথি বিদায়ী নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া তার বক্তব্যে বলেন,কানাইঘাট হচ্ছে একটি শান্তি প্রিয় উপজেলা। বাহির থেকে নেতিবাচক ভাবে প্রশাসনের কাছে কানাইঘাটকে যে ভাবে তুলে ধরা হয় তা মোটেই সত্য নয়। এখানে ৩বছর দায়িত্ব পালনের সময় আমি সবার কাছ থেকে ভালবাসা ও সহযোগীতা পেয়েছি তা কখনো ভুলবার মতো নয়। কানাইঘাট সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এ ধারা অব্যাহত রাখতে তিনি সবাইকে মিলে মিশে প্রশাসনকে সহযোগীতার পাশাপশি আর্থসামাজিক উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। সংবর্ধনা শেষে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়