Wednesday, December 28

এডভোকেট লুৎফুর রহমানের কৃতজ্ঞতা


কানাইঘাট নিউজি ডেস্ক: দলমত নির্বিশেষে বিপুল ভোটে সিলেট জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান। এক বিবৃতিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও প্রবীন রাজনীতিবিদ লুৎফুর রহমান দলমত নির্বিশেষে ভোটাররা তাকে নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভোটারদের পবিত্র আমানত রক্ষায় তিনি সচেষ্ট থাকবেন। পরিষদকে দলীয় প্রভাবমুক্ত রেখে সবাইকে নিয়ে সিলেট জেলার উন্নয়ন ও সমৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও জানান তিনি। বিবৃতিতে দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদেরও অভিনন্দন জানিয়েছেন এডভোকেট লুৎফুর । সকলের অংশগ্রহণে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলাবাহিনীর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়