Sunday, December 18

ভারতের নতুন সেনাপ্রধান বিপিন রাওয়াত

ভারতের নতুন সেনাপ্রধান বিপিন রাওয়াত

কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। খবর এনডিটিভির।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, সেনাপ্রধানের সঙ্গে বিমান বাহিনীর প্রধান হিসেবে এয়ার মার্শাল বি এস ধানোয়ারের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর তারা নতুন দায়িত্ব বুঝে নেবেন।

বর্তমান সেনাপ্রধান দলবীর সিংয়ের স্থলাভিষিক্ত হবেন বিপিন রাওয়াত। বিমান বাহিনীর প্রধান মার্শাল অরূপ রাহার জায়গায় আসছেন ধানোয়া। দলবীর ও রাহা অবসরে যাচ্ছেন।

এনডিটিভির খবর বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল প্রাভিন বকশি এবং দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান পিএম হারিজের সেনাবাহিনীতে চাকরির বয়স বিপিন রাওয়াতের চেয়ে বেশি। ভারতের সরকারি সূত্র জানায়, সীমান্ত সন্ত্রাস ও যুদ্ধাবস্থার মতো জরুরি পরিস্থিতিতে চ্যালেঞ্জ গ্রহণের ক্ষেত্রে লেফটেন্যান্ট জেনারেলদের মধ্যে বিপিন রাওয়াতই সবচেয়ে যোগ্য ব্যক্তি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়