Sunday, December 11

আমি সেখানে কাজ করে বেশ রোমাঞ্চিত: ওয়ালশ

আমি সেখানে কাজ করে বেশ রোমাঞ্চিত: ওয়ালশ
কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এখন আছেন নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজে। বাংলাদেশ ক্রিকেট দল ক্যাম্প করার জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশে পাড়ি দিলেও সাথে যাননি তাদের বোলিং কোচ। জ্যামাইকার ১২তম কোর্টনি ওয়ালশ পুরস্কারে অংশ নিয়ে গত বুধবার দেশে যান তিনি। সেখানেও কথা বলেছেন বাংলাদেশে নিজের অবস্থান নিয়ে।

বাংলাদেশের সাথে ক্যারিবিয়ান এই কিংবদন্তি পেসারের চুক্তি তিন বছরের।  ‘আমি তাদের সাথে (বাংলাদেশ) তিন বছরের চুক্তিতে আছি। আমি জানিনা এরপরে কী হবে। আমি হ্যাঁ বলবো নাকি না বলবো তাও জানি না। আমি যেখানে আছি ভালো আছি। আমার অল্প কাজ নিয়েই আমি সন্তুষ্ট।

ক্যারিবিয়ান কিংবদন্তি এই পেসার জানান, বাংলাদেশের সাথে কাজ করে বেশ রোমাঞ্চিত তিনি। নিজের সবটুকু দিয়েই শেখাচ্ছেন মাশরাফি-তাসকিন-মুস্তাফিজদের। এ প্রসঙ্গে ওয়ালশ বলেন, ‘অনেকেই বলেছেন বাংলাদেশ স্পিন নির্ভর দেশ, সেখানে আমার কাজ নেই। কিন্তু আমি সেখানে কাজ করে বেশ আনন্দিত। আমার কাজে আমি রোমাঞ্চিত। আশা করি ওদের একদিন অনেক বড় সফলতা আসবে। আমি আমার সাধ্যমত তাদের সফল করার চেষ্টা করছি।’

চুক্তি শেষে সুযোগ হলে নিজের দেশের ক্রিকেটেও কাজ করতে চান ওয়ালশ। যদি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট থেকে কোনো সুযোগ আসে, আমার সামর্থ্যের সবটুকু দিয়ে করবো, আমি যেখানেই থাকি।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়