Thursday, December 29

পিএসসিতে স্কুল সেরা হলেন সেই বাছিরন


কানাইঘাট নিউজ ডেস্ক: ফল জানতে বেলা সাড়ে ১১টাতেই স্কুলে এসেছিলেন পঁয়ষট্টি বছরের বাছিরন। সঙ্গে পাঁচ সহপাঠী। বাছিরনের ভাঁজ পড়া মুখে ছিল উদ্বেগ। তবে মুঠোফোনে ফল দেখার পরই সে মুখে দেখা যায় হাসির ঝিলিক। শুধু পাসই করেননি, স্কুলসেরা হয়েছেন পঁয়ষট্টি বছরের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বাছিরন। কেমন লাগছে জানতে চাইলে হাসিমুখে বললেন, ‘এটা বুলে বুঝাতে পারব না আজ আমার কত ভালো লাগছে। ওপরআলা (সৃষ্টিকর্তা) আমার দিকে মুখ তুইলি তাকাইছে। আসলে স্কুলে পড়ার আনন্দই আলাদা।’ মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাছিরন জিপিএ ৩.০০ পেয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক আতিয়ার রহমান বলেন, ‘দৃঢ় বিশ্বাস ছিল বাছিরন পাস করবে। কিন্তু স্কুলসেরা হবে ভাবতেই পারিনি। এই স্কুল থেকে মোট ছয়জন পরীক্ষা দিয়েছিল। বাছিরন স্কুলসেরা হয়েছে। তার ফলে স্কুলসহ এলাকার মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়