
কাহহার সামি: হালের
চিত্রনায়িকা দিপালী অভিনীত ও অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’
ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে।
ছবিটিতে দিপালীর বিপরীতে রয়েছেন নবাগত নায়ক সাঞ্জু জন।
মুক্তির অপেক্ষায় থাকা নিজের এই ছবির প্রসঙ্গে দিপালী বললেন, “সুন্দর গল্পের, সুন্দর আয়োজনের ছবি ‘আমি তোমার হতে চাই’। আমি ব্যক্তিগতভাবে ছবিটির কাজ করে তৃপ্ত। দর্শক উপভোগ করার মতো সুন্দর একটি ছবি হয়েছে এটি। আমি আশাবাদী সাঞ্জু জনের সাথে আমার জুটি দর্শকরা সাদরেই গ্রহণ করবেন।”
অনন্য মামুন পরিচালিত এই ছবিটিতে দিপালী-সাঞ্জু ছাড়াও দেখা যাবে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিমকে। এছাড়া আরো অভিনয় করেছেন ডন, মুনিরা মিঠু, নাহিদ, মিশা সওদাগরসহ অনেকে।
এ ছবির আইটেম গানে নেচেছেন বলিউডের আইটেম কন্যা রাখি সাওয়ান্ত। এরইমধ্যে ছবিটির ট্রেইলার ও কয়েকটি গান ইউটিউবে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনন্য মামুন-সোমেশ্বর অলি।
মুক্তির অপেক্ষায় থাকা নিজের এই ছবির প্রসঙ্গে দিপালী বললেন, “সুন্দর গল্পের, সুন্দর আয়োজনের ছবি ‘আমি তোমার হতে চাই’। আমি ব্যক্তিগতভাবে ছবিটির কাজ করে তৃপ্ত। দর্শক উপভোগ করার মতো সুন্দর একটি ছবি হয়েছে এটি। আমি আশাবাদী সাঞ্জু জনের সাথে আমার জুটি দর্শকরা সাদরেই গ্রহণ করবেন।”
অনন্য মামুন পরিচালিত এই ছবিটিতে দিপালী-সাঞ্জু ছাড়াও দেখা যাবে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিমকে। এছাড়া আরো অভিনয় করেছেন ডন, মুনিরা মিঠু, নাহিদ, মিশা সওদাগরসহ অনেকে।
এ ছবির আইটেম গানে নেচেছেন বলিউডের আইটেম কন্যা রাখি সাওয়ান্ত। এরইমধ্যে ছবিটির ট্রেইলার ও কয়েকটি গান ইউটিউবে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনন্য মামুন-সোমেশ্বর অলি।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়