Thursday, December 1

মিয়ানমারের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করল মালয়েশিয়া

মিয়ানমারের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করল মালয়েশিয়া

কানাইঘাট নিউজ ডেস্ক: মিয়ানমারের অনূর্ধ্ব-২২ দলের সঙ্গে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচ বাতিল করেছে মালয়েশিয়া। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া।

মালয়েশিয়া ফুটবল দলের এক মুখপাত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এ মুখপাত্র বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনকে কেন্দ্র করে প্রীতি ম্যাচ বাতিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত।

তিনি আরো বলেন, মালয়েশিয়া একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়টি নিয়ে মিয়ানমারের প্রতি মালয়েশিয়ার বিরূপ ধারণার সৃষ্টি হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের নির্যাতন করছে এবং তাদের বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে বলে আভিযোগ আছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়