Sunday, December 25

কানাইঘাট আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটের কৃতি সন্তান সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এহসানে এলাহী খোকন বলেছেন, খেলাধূলার মাধ্যমে সুস্থ শরীর, দেহ মন গঠনের পাশাপাশি যুব সমাজকে সব ধরণের নেশা, অন্যায় কাজ থেকে বিরত রাখে। লেখা পড়ার পাশাপাশি তিনি তরুণ প্রজন্মকে সব ধরনের খেলাধূলায় অংশগ্রহনের আহবান জানিয়ে আরো বলেন, আমি কানাইঘাটের একজন সন্তান হিসাবে এ মাটির সাথে আমার নিবীড় সম্পর্ক রয়েছে। কানাইঘাট সকল ক্ষেত্রের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুব ও তরুণরা আমাদের সুনাম ভয়ে আনুক এই প্রত্যাশা আমি করছি। যুগ্ম সচিব এহসানে এলাহী খোকন রবিবার বিকেল
৩টায় উপজেলা স্টেডিয়ামে কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থা, আন্ত ইউনিয়ন ফুটবল লীগের মাস ব্যাপী ফুটবল টুর্নামেন্টের বণার্ঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রথমবারের মতো উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে উপজেলা স্টেডিয়ামে হাজার হাজার দর্শকদের সমাগম ঘটে। তীব্র প্রতিদন্দ্বিতাপূর্ণ উদ্বোধনী খেলায় কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদ দল বনাম রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদ দলের খেলা গোল শূন্য ড্র হয়। ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কানাইঘাট সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্রীড়া সংস্থার উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী,জেলা আ’লীগ নেতা মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আ’লীগের আহবায়ক ক্রীড়া সংস্থার প্রধান সমন্বয়ক লুৎফুর রহমান, কানাইঘাট পৌর মেয়র নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট থানার ওসি (তদন্ত) কামাল উদ্দিন, কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ডাঃ ফয়াজ আহমদ, লক্ষী প্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম। উপস্থিত ছিলেন, খেলা শৃঙ্খলা কমিটির আহবায়ক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, সাবেক কৃতি ফুটবলার হাজী আব্দুল মালিক মহাজন, ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ এনামুল হক, নাজমুল ইসলাম হারুন, সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন, ইকবাল হোসেন, জসীম উদ্দিন, সামছুল ইসলাম, কানাইঘাট নিউজ ডট কমের সম্পাদক মাহবুবুর রশিদ,ছাত্র নেতা শাহাব উদ্দিন,সাংবাদিক আব্দুন নুর, আমিনুল ইসলাম, শাহীন আহমদ, আহমেদুল কবির মান্না, সুজন চন্দ অনুপ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের শুরুতে জাতীয় ও ক্রীড়া সংস্থার দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আন্তঃইউনিয়ন ফুটবল লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি এহসানে এলাহী খোকন। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে আছে কানাইঘাটের প্রথম ওয়েব পোর্টাল কানাইঘাট নিউজ ডট কম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়