Friday, October 14

৩০ মিনিট অপেক্ষার পর ৩০ মিনিটের বৈঠক

৩০ মিনিট অপেক্ষার পর ৩০ মিনিটের বৈঠক
কানাইঘাট নিউজ ডেস্ক: আধা ঘন্টা অপেক্ষার পর বাংলাদেশে সফররত চীনা রাষ্ট্রপতি শি জিন পিংয়ের দেখা পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল ৫টায় হোটেল লা মেরিডিয়ানে এ বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও বৈঠক শুরু হয় ৫টা ৩৫ মিনিটে। সন্ধ্যা ৬টার দিকে বৈঠকটি শেষ হয়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর বৈঠকের বিষয়বস্তু অপেক্ষমান সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

তিনি বলেন, চীনকে বাংলাদেশের উন্নয়ণে সহযোগীতার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহু পুরোনো। বিএনপির সঙ্গেও সম্পর্ক আছে।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ, লে জে অব মাহবুবুর রহমান, নজরুল ইসলাম, উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদ ও রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল সাড়ে ৪টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওয়ানা করেন বেগম জিয়া। চীনা প্রেসিডেন্টের সঙ্গে খালেদা জিয়ার বৈঠককে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন দলটির নেতাকর্মীরা।

চীনা প্রেসিডেন্টের এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়