Sunday, October 16

আসতে চলা গুগল ওয়াচের তথ্য ফাঁস

আসতে চলা গুগল ওয়াচের তথ্য ফাঁস

কানাইঘাট নিউজ ডেস্ক: টেক জায়ান্ট অ্যাপলের অ্যাপল ওয়াচ ব্যবহারকারিদের কাছে বেশ জনপ্রিয়। আর এবার অ্যাপলের সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে সার্চ জায়ান্ট গুগল আনছে গুগল অ্যান্ড্রয়েড ওয়্যার ২.০ ওয়াচ।

আশা করা যায়, ২০১৭ সালের প্রথমদিকেই উন্মুক্ত করা হবে এই অ্যান্ড্রয়েড ভিত্তিক গুগল ওয়াচ।

নতুন ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, প্রতিষ্ঠানটি নতুন দুটি ওয়াচ আনতে যাচ্ছে। নতুন এই গুগল ওয়াচে নতুন প্রযুক্তি গুগল এসিস্ট্যান্ট যুক্ত করা হবে। এই একই প্রযুক্তি গুগলের সর্বশেষ ফোন পিক্সেল, পিক্সেল এক্সএল এবং গুগল হোমে রয়েছে। গুগল এই ঘড়িতে তাদের অপারেটিং সিস্টেমের ওয়াচ ভার্সন নিয়ে আসবে।

এছাড়াও গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সবার জন্য উন্মুক্ত হলেও নতুন পিক্সেল ফোনে বিল্ট ইন বিশেষ কিছু ফিচার যুক্ত করা হয়েছে যা অন্য হার্ডওয়্যারে থাকবেনা। আর ধারণা করা হচ্ছে, এই একই পদ্ধতি ব্যবহার করা গুগল ওয়াচে।

সুত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়