Sunday, October 16

কানাইঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কানাইঘাট উপজেলা শাখার নির্বাচন উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। রবিবার উপজেলা রিসোর্স সেন্টারের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলার ৮৭ জন প্রধান শিক্ষকের মধ্যে ৮৪ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি মালিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ চৌধুরী (৫২) ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্দ্বী সভাপতি প্রার্থী কানাইঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান (৩২) ভোট পান। সাধারণ সম্পাদক বর্তমান সাধারণ সম্পাদক তালবাড়ী খালপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমদ (৪৮) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী আনোয়ার হোসেন (৩৫) ভোট পেয়েছেন। অন্যান্য পদের নির্বাচন সমঝোতার মাধ্যমে হয়েছে। ভোট গ্রহণ ও নির্বাচন ফলাফলের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, সিলেট বিভাগীয় আহ্বায়ক আবুল হোসেন, সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সালিক আহমদ, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক মাস্টার মুজম্মিল আলী, সহ কেন্দ্রীয় এবং হবিগঞ্জ ও সিলেট জেলা এবং বিভিন্ন উপজেলা শাখার শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ উপজেলা সহকারী শিক্ষক সমিতির নির্বাচিত শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়