কানাইঘাট নিউজ ডেস্ক:
বলিউডের 'পিঙ্ক' সিনেমাতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ভারতের
দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তাপসী পান্নু। অমিতাভ বচ্চনের মত অভিনতার
সাথে সাবলিল অভিনয়ে নজর কেড়েছেন অনেকের। খোদ অমিতাভ বচ্চন বলেছেন তাপসী
একদিন অনেক দূর যাবে।
বর্তমান সময়ে নতুন ছবির অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। 'নাম শাবানা' নামের ছবিতে 'র' এজেন্ট হিসেবে দেখা যাবে তাকে। ছবিতে এজেন্ট হিসেবে চষে বেড়ান কুয়ালালামপুরের অলি-গলি। কখনও চুপিসারে ঢুকে পড়েন শহরের কুখ্যাত অঞ্চলে, আবার কখনও সরাসরি এনকাউন্টার। অার তার মিশনের সঙ্গী বলিউডের জনপ্রিয় অভিনতা অক্ষয় কুমার।
শ্যুটিং শুরুর দিনই অক্ষয় ইউনিটের সবাইকে জানিয়ে দেন যে 'নাম শাবানা'য় তাপসী-ই ক্যাপ্টেন, তিনি ক্যামিও মাত্র। এ ছবিতে পুরোপুরি অ্যাকশন লেডী রুপে দেখা যাবে তাপসীকে।
এটি বলিউডে তাপসীর চতুর্থ ছবি। তবে মজার বিষয় হলো তাপসী ব্যাক্তিগতভাবে অ্যাকশন ফিল্ম পছন্দ করেন না। শেষ কবে অ্যাকশন ফিল্ম হলে গিয়ে দেখেছেন তাও মনে নেই। কিন্তু, সেই তাপসীই কিনা গত কয়েক মাস ধরে মার্শাল আর্টস শিখছেন 'নাম শাবানা'-র জন্য।
বর্তমান সময়ে নতুন ছবির অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। 'নাম শাবানা' নামের ছবিতে 'র' এজেন্ট হিসেবে দেখা যাবে তাকে। ছবিতে এজেন্ট হিসেবে চষে বেড়ান কুয়ালালামপুরের অলি-গলি। কখনও চুপিসারে ঢুকে পড়েন শহরের কুখ্যাত অঞ্চলে, আবার কখনও সরাসরি এনকাউন্টার। অার তার মিশনের সঙ্গী বলিউডের জনপ্রিয় অভিনতা অক্ষয় কুমার।
শ্যুটিং শুরুর দিনই অক্ষয় ইউনিটের সবাইকে জানিয়ে দেন যে 'নাম শাবানা'য় তাপসী-ই ক্যাপ্টেন, তিনি ক্যামিও মাত্র। এ ছবিতে পুরোপুরি অ্যাকশন লেডী রুপে দেখা যাবে তাপসীকে।
এটি বলিউডে তাপসীর চতুর্থ ছবি। তবে মজার বিষয় হলো তাপসী ব্যাক্তিগতভাবে অ্যাকশন ফিল্ম পছন্দ করেন না। শেষ কবে অ্যাকশন ফিল্ম হলে গিয়ে দেখেছেন তাও মনে নেই। কিন্তু, সেই তাপসীই কিনা গত কয়েক মাস ধরে মার্শাল আর্টস শিখছেন 'নাম শাবানা'-র জন্য।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়