Monday, October 24

‘প্রস্তুতির জন্য রেগে থাকার চেষ্টা করছি’

‘প্রস্তুতির জন্য রেগে থাকার চেষ্টা করছি’

কানাইঘাট নিউজ ডেস্ক: রুপালি পর্দায় পা রেখেই ডেশিং ডিরেক্টর শাহীন সুমলের ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিতে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন নবাগত ও আলোচিত নায়িকা অধরা খান। বর্তমানে ছবিটির অল্পকিছু কাজ বাকি আছে। এবার নতুন ছবি ‘রাগী’র শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি।

মিজানুর রহমান মিজানের ছবির কাজ শুরু হবে ২৭ অক্টোবর। অধরা জুটি বাঁধবেন নবাগত আবিরের সঙ্গে।

অধরা বলেন, ‘রাগী ছবিতে আমার চরিত্রটিও রাগী মেয়ের। ছবির নতুন নিজেকে প্রস্তুত করছি। ছবিতে রাগী চরিত্রে কাজ করলেও আসলে আমার রাগ একদমই কম। ইদানীং প্রস্তুতির জন্য রেগে থাকার চেষ্টা করছি। যাতে করে শুটিং এ কোনো সমস্যা না হয়।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়