কানাইঘাট নিউজ ডেস্ক:
ডায়াবেটিস রোগ হলে অনেকে বুঝতে পারেন না কী খাবেন আর কী খাবেন না। বিশেষ করে ফল খাওয়ার ক্ষেত্রে থাকে নানান দ্বিধা দ্বন্দ্ব। ফলেৃ চিনি থাকার কারণে অনেক ডায়াবেটিস রোগীরা ফল খাওয়া ছেড়ে দেন। কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য ফল খুবই প্রয়োজনীয় একটি খাবার। কিছু ফল আছে যা তারা নিয়মিত খেতে পারেন।
১। জাম
ডায়াবেটিস রোগীদের উপকারী একটি ফল জাম। এটি রক্তে সুগার নিয়ন্ত্রণ করে। কালো জাম রক্ত পরিষ্কারক হিসেবেও কাজ করে।
২। কমলা এবং লেবু জাতীয় ফল
বিভিন্ন গবেষণায় দেখা গেছে লেবু জাতীয় ফল ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে। কিন্তু এই জাতীয় ফলের রস আবার ডায়াবেটিস বৃদ্ধি করে থাকে। কমলার গ্লুকোজ ইনডেক্স (GI) ৪০ কিন্তু চিনি ছাড়া কমলার রসের গ্লুকোজ ইনডেক্স (GI) ৫০। তাই এই সকল ফলের রস পান করার চেয়ে ফল খাওয়া বেশি স্বাস্থ্যকর।
৩। কামরাঙ্গা
দেশী টক ফল কামরাঙ্গা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। কামরাঙ্গায় আছে প্রচুর পরিমানে ভিটামিন সি যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
৪। আনারস
অ্যান্টি ইনফ্ল্যামাটরি, অ্যান্টি ভাইরাল এবং অ্যান্টি ব্যাকটরিয়াল সমৃদ্ধ আনারস আমাদের দেহের জন্য অনেক উপকারী। আনারস আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং রক্তে সুগার নিয়ন্ত্রণ রাখে।
৫। আমলকী
আমলকীতে প্রচুর পরিমানে ভিটামিন সি রয়েছে। প্রতিদিন ২ টি করে আমলকী খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে।
৬। নাশপাতি
ফাইবার এবং ভিটামিন কে এর অন্যতম উৎস হল নাশপাতি। ফ্রুট সালাদ অথবা ফল হিসেবে এটি প্রতিদিন নিশ্চিন্তে ডায়াবেটিস রোগীরা খেতে পারে।
Monday, October 24
এ সম্পর্কিত আরও খবর
একটি মাত্র পানীয় নিয়মিত খেলেই দূরে থাকবে ক্যানসার! ক্যানসার সারা বিশ্বে মরণব্যাধি হিসেবে পরিচিত। ইংরেজিতে একটি কথা প্রচলিত আছে, ‘ক্যানসার হ্যাজ
প্রধান উপদেষ্টার হাত থেকে অদম্য নারী পুরস্কার পেলেন কানাইঘাটের হালিমানিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মানন
মিসরের মুত্তাসিল সনদ পেলেন বাংলাদেশের নেছার আহমাদ আন নাছিরী আন্তর্জাতিক সনদ ও পুরস্কারপ্রাপ্ত হিফজ প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্র
যে পানীয় কিডনির বিষাক্ত পদার্থ দূর করে, শরীর রাখে ঠান্ডা বিশেষজ্ঞ চিকিৎসকদের কথায়, আমাদের রান্না ঘরেই মজুত রয়েছে একাধিক মহৌষধি। শুধু সেসব মশলার ঠিকমতো
সেবায় গতি আনতে ডাক বিভাগের পোস্টম্যানরা পেলেন ই-বাইক বাংলাদেশ ডাক বিভাগের সেবার মানোন্নয়নে যুক্ত করা হয়েছে নতুন প্রযুক্তি। পোস্টম্যানদের দ্রুত ও স
বর্তমানে কোন সিমের কত গ্রাহক দেশে বর্তমানে মোবাইল গ্রাহকসংখ্যা ১৯ কোটি ৮ লাখ ৬ হাজার। বর্তমানে দেশে চারটি মোবাইল কোম্পান
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়