Monday, October 24

বাংলাদেশিদের মধ্যে সাব্বিরই ‘প্রথম’

বাংলাদেশিদের মধ্যে সাব্বিরই ‘প্রথম’
কানাইঘাট নিউজ ডেস্ক: চট্টগ্রামে নিজের অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি করেছেন বাংলাদেশের সাব্বির রহমান। বাংলাদেশিদের মধ্যে অভিষেক টেস্টে নিজের দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হলেন তিনি। এর আগে এমন কীর্তি গড়তে পারেননি কেউই।

চট্টগ্রাম টেস্টে অভিষেক হয় সাব্বিরের। প্রথম ইনিংসে ১৯ রানে বিদায় নিলেও, দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাট করেছেন সাব্বির। ম্যাচের চতুর্থ দিন হাফ-সেঞ্চুরি তুলে দিন শেষে ৫৯ রানে অপরাজিত তিনি।

ক্যারিয়ারের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংস হাফ-সেঞ্চুরি করে বাংলাদেশিদের মধ্যে নতুন নজিরও গড়লেন সাব্বির। তার ৯৩ বলের ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কার মার ছিলো।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়