Sunday, October 30

ভারত নতুন ২০০টি যুদ্ধবিমান বিমান কিনবে

ভারত নতুন ২০০টি যুদ্ধবিমান বিমান কিনবে

কানাইঘাট নিউজ ডেস্ক: পাক-ভারত উত্তেজনার এই সময়ে নতুন করে দুই শতাধিক যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। দেশটির এই আগ্রহ চীন-পাকিস্তানের সাথে চলমান অলিখিত মনস্তাত্ত্বিক লড়াইয়ে ভারতকে অনেকটাই এগিয়ে দিলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বিমানের সংখ্যা ২০০ থেকে ৩০০ তেও পৌছাতে পারে। সোভিয়েত আমলে কেনা পুরনো বিমানগুলোকে বাতিলের খাতায় নাম লিখিয়ে তার জায়গায় নতুন বিমান কেনার পরিকল্পনা করা হচ্ছে। যুদ্ধবিমানগুলো কিনতে খরচ হতে পারে ১৩-১৫ বিলিয়ন ডলার।

একসাথে এতগুলো যুদ্ধবিমান ক্রয়ের ঘটনা ভারতের ইতিহাসে এটিই প্রথম। তবে ২০০ বিমান বিক্রির আগে নির্মাতা প্রতিষ্ঠানকে একটি শর্ত দিয়েছে ভারত। সেটি হচ্ছে, নির্মাতা সংস্থাকে যেকোনো একটি ভারতীয় সংস্থাকে সাথে যৌথ উদ্যোগে বিমানগুলো তৈরি করতে হবে।

এই বিমান কেনার চুক্তিটি সফল হলে এটিকে দেশের অন্যতম বৃহত্তম সমরাস্ত্র লেনদেন চুক্তি বলে অভিহিত করা যাবে।

এদিকে সম্প্রতি ফরাসি ৩৬টি রাফায়েল বিমান কেনার চুক্তি করেছে ভারত। একইসাথে বিমানবাহিনীকে আরো গতিশীল করে তুলতে নতুন ২০০টি যুদ্ধবিমান কিনতে চরম আগ্রহী দেশটি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়