Saturday, October 15

সিলেট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ইকবাল হোসাইন


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট জেলা পরিষদের ১৫ নং ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করার ইচ্ছা ব্যাক্ত করেছেন রোটারিয়ান:“মোঃ ইকবাল হোসাইন”। তিনি কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউপির পর্বতপুর (ভাটি পাড়া) গ্রামের মরহুম হাজী গোলাম মস্তফা (অব:সুবেদার) বড় ছেলে। বাল্যকাল থেকে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। এ ছাড়া তিনি টিকাদারী প্রতিষ্টান এস,আর এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী,বাংলাদেশ ইনভেষ্টার ফোরামের কার্যকরী পরিষদের সদস্য,রোটারি ইন্টার ন্যাশনাল এর সঙ্গে সংপৃক্ত,সিলেট জেলা নাঠ্যলোকের সদস্য,নাটক লেখায়ও অভিনয়ে রয়েছে অনেক সাফল্য,কানাইঘাট চতুল বাজারের সুনাম অর্জনকারী সামাজিক প্রতিষ্টান প্রজন্ম প্রত্যাশা এর প্রতিষ্টাতা সাধারন সম্পাদক,জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা ও বৃহত্তর জৈন্তা গবেষনা পরিষদের সদস্য,বাংলাদেশ রেডক্রিসেন্ট এর সদস্য,এবং অনলাইন নিউজ পোর্টালের প্রতিবেদক। এমনকি ক্রিড়া সংগঠনের সাথেও রয়েছে তার নিবিড় সম্পর্ক। কানাইঘাট চতুল ইয়ংস্টার ক্লাবের র্কাযকরী পরিষদের সদস্য। রোটারিয়ান:“মোঃ ইকবাল হোসাইন” সদ্য সাক্ষাৎকালে জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন করবেন বলে ইচ্ছে প্রকাশ করেছেন। এবং তার নির্বাচনী ১৫ নং ওর্য়াড কানাইঘাট উপজেলার ১ নং লক্ষিপ্রসাদ র্পূব, ২নং লক্ষিপ্রসাদ পশ্চিম, ৩নং দিঘীরপার পূর্ব, ৪নং সাতবাক,৫নং বড়চতুল, ৬নং কানাইঘাট সদর ও জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে বলে জানান। ইতি মধ্যে ১৫ নং ওয়ার্ডের সকল ভোটারের কাছে প্রচারণার কাজ শুরু করেছেন। প্রায় প্রতিদিনই নির্বাচনী সীমা রেখার ভিতরে ভোটার ও শুভাকাঙ্খীদের সাথে সৌজন্য সাক্ষাৎ চালিয়ে যাচ্ছেন। তিনি সবার কাছে দোয়া ও সহযোগীতা কামনা করছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়