Sunday, October 30

বিপিএলে স্টেডিয়াম এলাকায় শোডাউন, মিছিল নিষিদ্ধ: ডিএমপি

বিপিএলে স্টেডিয়াম এলাকায় শোডাউন, মিছিল নিষিদ্ধ: ডিএমপি

কানাইঘাট নিউজ ডেস্ক: আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন সময়ে স্টেডিয়াম এলাকায় সব ধরনের শোডাউন ও মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার বেলা ১১টায় ডিএমপি হেড কোয়ার্টার্সে বিপিএলের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০, ২০১৬ এর ৪র্থ আসরের খেলা উপলক্ষে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শাহাব উদ্দীন কোরেশী বলেন, বিপিএল খেলায় স্টেডিয়াম এলাকায় বা গেটে কোন দল তার সর্মথকদের নিয়ে শোডাউন বা মিছিল করতে পারবে না।

বিপিএল এ অংশগ্রহণকারী বিদেশি খেলোয়ারদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, হোটেলের যে ফ্লোরে তাঁরা অবস্থান করবে সেই ব্লকে অন্য কোন গেষ্ট প্রবেশ করলে হোটেল কর্তৃপক্ষ সাথে সাথে তা কর্তব্যরত পুলিশ অফিসারকে জানাবে। হোটেলের রুমে কোন গেষ্টকে প্রবেশের অনুমতি দেয়া যাবে না। নিরাপত্তার কারণে কোন বিদেশি খেলোয়াড়কে এককভাবে কোথাও মুভমেন্ট করতে দেয়া যাবে না। খেলোয়ারদের প্রতিদিনের মুভমেন্ট সিডিউল অবশ্যই সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে আগেই জানাতে হবে।

তিনি আরও বলেন, একসঙ্গে কোন দল চেকিং ছাড়া শত শত লোক নিয়ে কোন ক্রমেই স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতে পারবে না। টিকিট কালোবাজারী যে কোন মূল্য প্রতিহত করতে হবে। স্টেডিয়ামের প্রবেশ পথে আর্চওয়ে গেইট ও সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করে দর্শণার্থীদের প্রবেশ করাতে হবে।

এবারের বিপিএল ৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ৯ ডিসেম্বর। খেলার ভেন্যু- শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর-২, ঢাকা এবং জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়াম, চট্রগ্রাম। মোট ম্যাচের সংখ্যা ৪৬ এবং বিদেশি খেলোয়ারদের সংখ্যা ৭০ জন।

মোট ৭টি দল এবারের বিপিএল এ অংশগ্রহণ করছে। দলগুলো হলো- ঢাকা ডিনামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ানস, চিটাগাং ভাইকিংস, খুলনা টাইটান্স, রংপুর রাইডার্স, রাজশাহী কিংস এবং বরিশাল বুলস।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়