Wednesday, October 19

জেলা প্রশাসক কাপ আন্ত:কানাইঘাটে ফুটবল টিমকে ঘিরে ব্যাপক উদ্দীপনা


নিজস্ব প্রতিবেদক: আগামী ২৫ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক কাপ আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট উপজেলা ক্রীড়া মোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ২৫ অক্টোবর সিলেট সদর উপজেলার সাথে কানাইঘাট উপজেলা ফুটবল টিমের উদ্বোধনী খেলা অনুষ্টিত হবে। ইতিমধ্যে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলা স্টেডিয়ামে প্রশিক্ষণের মাধ্যমে কৃতি খেলোয়াড়দের বাছাই করা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া ও ক্রীড়া সংস্থার সেক্রেটারী কানাইঘাট সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ কানাইঘাট নিউজকে জানিয়েছেন উদ্বোধনী খেলায় সিলেট সদর উপজেলা ফুটবল টিমকে মোকাবেলা করার জন্য সপ্তাহ ব্যাপী স্টেডিয়ামে ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনের মাধ্যমে আমরা খেলোয়াড়দের তালিকা তৈরি করেছি। কানাইঘাট ফুটবল টিম অতিতের চাইতে শক্তিশালী উল্লেখ করে তারা বলেন, ইনশাহ আল্লাহ আমরা সদর উপজেলাকে হারিয়ে সেমিফাইনালে যেতে চাই। ৪জন বিদেশী ফুটবলারকে দলে অর্ন্তভুক্ত করা হয়েছে। আন্তঃউপজেলা এ ফুটবল টুর্নামেন্টকে ঘীরে কানাইঘাটে ফুটবল প্রেমী দর্শকদের মধ্যে বেশ আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। উদ্বোধনী খেলায় কানাইঘাটের কয়েক হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত হয়ে ফুটবলারদেরকে উৎসাহ উদ্দীপনা দিবেন বলে বিভিন্ন ফুটবল ক্লাবের নেতৃবৃন্দ জানিয়েছেন। বুধবার উপজেলা স্টেডিয়ামে সপ্তাহ ব্যাপী অনুশীলনের মাধ্যমে ২৮ সদস্য বিশিষ্ট কানাইঘাট উপজেলা ফুটবল বাছাই করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সহ সভাপতি সাবেক কাউন্সিলার হাজী আব্দুল মালিক, ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, সাংবাদিক নিজাম উদ্দিন,কানাইঘাট নিউজ ডটকমের সম্পাদক মাহবুবুর রশিদ,রোটারিয়ান ইকবাল হোসেন,বোরহান উদ্দিন মোহরী, টিম ম্যানেজার ইকবাল হোসেন,কোচ আনোয়ারুল হক সাজু, সহকারী কোচ জায়েদ হোসাইন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়