Thursday, August 4

খাসিয়ার গুলিতে গোয়াইনঘাটের এক ব্যক্তি নিহত


গোয়াইনঘাট সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে রহমত আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত রহমত আলী উপজেলার বগাইয়া লিডার বস্তি গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র। স্থানীয় ও বিজিবি সূত্রে জানাযায়, বুধবার রাত ৮টার দিকে বিছনাকান্দি সীমান্তের ১২৬২/২ সাফ পিলারের বাংলাদেশ ভূখণ্ডের ১শ গজ অভ্যন্তর থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে বিজিবি সদস্যরা। নিহত রহমত আলী’র স্ত্রী জামিনা বেগম সাংবাদিকদের বলেন, প্রতিদিনের মতো বুধবার বিকেলে তার স্বামী জ্বালানি কাঠ সংগ্রহ করতে বের হয়েছিলেন। ঘটনার সত্যতা স্বীকার করে ৫ ব্যাটালিয়ন বিছনাকান্দি ক্যাম্পের টহল কমান্ডার সুবেদার ফুরকানুল হক বলেন, নিহত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন বলেন, মৃত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়