Monday, August 8

রাতে ফিরে সকালেই অনুশীলন ক্যাম্পে হাথুরা


ঢাকা : রবিবার রাত প্রায় ১১টায় ঢাকায় পা রাখেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরাসিংহে। আর সকালেই যোগ দিলেন মাশরাফি তামিমদের অনুশীলন ক্যাম্পে। টানা ছুটির মধ্যে ছিলেন। টি-২০ বিশ্বকাপের পর মাসখানেক।এরপর জুনের ১৭ তারিখ চলে যান অস্ট্রেলিয়াতে। কথা ছিল ২০ জুলাইয়ের আগেই ঢাকায় ফেরার। কিন্তু গুলশানে সন্ত্রাসী হামলার কারণে ফিরতে দেরি করেন। ২০ জুলাই তাকে ছাড়াই মিরপুরে শুরু হয় মাশরাফিদের অনুশীলন ক্যাম্প। প্রথম দিন অবশ্য শিষ্যদের সঙ্গে র্দীঘ সময় কাটাননি।সেই অর্থে অনুশীলনও করাননি। প্রথম দিন স্রেফ মাশরাফিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। কুশল বনিময় করেন বিসিবি কর্মকর্তাদের সঙ্গে। জানা গেছে, তিনি অনুশীলন ক্যাম্পে যোগ দিবেন আরো দুই তিন দিন পর। বিসিবির কাছ থেকে তিনি ক’য়েকদিন সময় চেয়ে নিয়েছেন। হাথুরাসিংহেসহ জাতীয় দলের বিদেশি কোচদের নতুন বাসা ঠিক করা হয়েছে কুর্মিটোলো গলফ ক্লাবের আবাসিক এলাকায়। সেখানে নিজের বাসা গোছগাছ করতে সময় লাগবে- এ কারণেই দুই তিন পর অনুশীলন ক্যাম্পে যোগ দিবেন তিনি। অনেক দিন পর ঢাকায় ফিরলেও প্রেসের সঙ্গে কথা বলেননি হাথুরাসিংহে। যদিও সংবাদকর্মীদের প্রত্যাশা ছিল ইংল্যান্ড সিরিজ, মোস্তাফিজ ইস্যুসহ নানা বিষয় নিয়ে কথা বলবেন কোচ। কিন্তু সেটা না করে সাংবাদিকদের হাই হ্যালো বলেই বিসিবি ত্যাগ করেন এ শ্রীলঙ্কান কোচ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়