Monday, August 8

আইয়ুব-বালাম-তপুর মিক্সড অ্যালবাম ‘ছায়াশরীরী’


কানাইঘাট নিউজ ডেস্ক: দুই বাংলার তারকাদের নিয়ে প্রকাশিত হয়েছে মিশ্র অ্যালবাম ‘ছায়াশরীরী’। অ্যালবামের সবকটি গানের সুর করেছেন জিয়া খান আর সঙ্গীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ড’র পাভেল আরিন। এই ঈদে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে অ্যালবামটি প্রকাশিত হয়। বাংলাদেশ ও ভারতের ৭ জন জনপ্রিয় শিল্পী প্রত্যেকে একটি করে গান গেয়েছেন এই অ্যালবামে। শিল্পীরা হলেন- আইয়ুব বাচ্চু, বালাম, তপু, কোনাল, জিয়া খান এবং ভারতের রুপম ইসলাম ও রাঘব চ্যাটার্জী। অ্যালবামের গানগুলো হচ্ছে- ‘ছায়াশরীরী’, ‘হাঁটছি’, ‘ও মন তুই’, ‘একলা আকাশ’, ‘তুমি ফিরে এসো আবার’, ‘প্রেমের সংবিধান', ‘কেউ কারো নয়’। লিখেছেন- অনুরুপ আইচ, এম.এস. রানা, রবিউল ইসলাম জীবন, মোস্তফা কামাল লোটন, জিয়া খান প্রমুখ। গত ২১ জুলাই চট্টগ্রাম প্রেসক্লাবে এই অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অ্যালবামের শিল্পী তপু ও সুরকার জিয়া খানসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে জমকালোভাবে এই অ্যালবামের মোড়ক উন্মোচন করেন জি-সিরিজের স্বত্ত্বাবাধিকারী নাজমুল হক ভুঁইয়া খালেদ। এই বিষয়ে সুরকার জিয়া খান বলেন, ‘আমার দীর্ঘ ২ যুগের মিউজিক ক্যারিয়ারের এই ড্রিমপ্রজেক্ট নিয়ে গত ৩ বছর ধরে অনেক খেটেছি। অনেক কষ্টের ফসল এই অ্যালবামটি। দু’দেশের এত বড়বড় তারকাদের এক করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। বাচ্চুভাই দীর্ঘ ১০ বছর পর আমার সুরে এই মিক্সড অ্যালবামে প্রথম গান করলেন। আমি সবার প্রশংসা পাচ্ছি যে, গানগুলো নিয়ে আমার মনে হচ্ছে সব কষ্ট স্বার্থক হয়েছে।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়