Tuesday, August 2

কানাইঘাট ডিগ্রি কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মানববন্ধন র‌্যালি অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সোমবার দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে পালিত কর্মসূচীর অংশ হিসেবে ঐতিহ্যবাহী কানাইঘাট কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে সকাল ১১টায় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পরবর্তী উপজেলা সদরে বিশাল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ শামসুল আলম মামুন ও উপাধ্যক্ষ লোকমান হোসেইনের নেতৃত্বে কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও সহস্রাধিক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে র‌্যালী পরবর্তী কানাইঘাট পৌর শহরের ত্রিমোহনী পয়েন্টে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী এক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় কলেজের অধ্যক্ষ সামছুল আলম মামুন তার বক্তব্যে বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ ইসলাম ও মানবতার শত্রু হিসাবে আখ্যায়িত করে এর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য ছাত্র-শিক্ষক সহ সকল পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন, কিছু বিপথগামী তরুন ও যুবকরা ইসলামের নামে যা করছে তা শান্তির ধর্ম ইসলাম সমর্থন করে না। তিনি শিক্ষার্থীদের সঠিক ভাবে জ্ঞান অর্জনের মাধ্যমে আগামী দিনের সু-নাগরিক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য আহবান জানিয়ে বলেন, একমাত্র শিক্ষার্থীরাই পারে সমাজ থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মুল করতে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ধরনের রাষ্ট্র ও সমাজ বিরোধী কর্মকান্ড ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করার আহবান জানান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়